ইতিহাস : ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান । এলাকার অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেবার এক মহান ব্রত নিয়ে ২৭ মার্চ ১৯৯৬ ইং সনে কলেজটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাধীন ধোপাপাড়া গ্রামের বিদ্যা অনুরাগী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে আজ কলেজটি একটি ডিগ্রী কলেজ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোঃ আব্দুল মান্নান (সাবেক চেয়ারম্যান জিওপাড়া ইউনিয়ন) এবং প্রতিষ্ঠাকাল থেকে ২০২৩ মার্চ পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব মোঃ শফিউল ইসলাম।
রাজশাহী জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা পুঠিয়া। রাজশাহী ঢাকা মহাসড়ক হয়ে পুঠিয়া সদর থেকে ঐতিহাসিক কংস রাজার স্মৃতি বিজড়িত তাহেরপুর রাস্তার ৪ কিলোমিটার পরেই ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজের অবস্থান।
কলেজটিতে বর্তমানে ২৫ টি বিষয়ে উচ্চ মাধ্যমিক এবং ১৪ টি বিষয়ে ডিগ্রী পর্যায়ে পাঠদান চলছে। এখানে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কলেজটি ২০০০ সালে এমপিও ভুক্ত হয়। এমপিও নং- ৮৬০৯০৯৩১০১। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কলেজটির মাধ্যমিক কলেজ কোড ১৬২৭ ডিগ্রী কলেজ কোড (পাস)- ২৫৮১। ই আই আই এন নম্বর ১২৭০২১। অত্র কলেজটি দক্ষ গভর্নিং বডির তত্ত্বাবধানে পরিচালিত হয়। সুউচ্চ প্রাচীর ঘেরা কলেজটির নিরাপদ ক্যাম্পাস, মনোরম পরিবেশ যে কাউকে আকৃষ্ট করে। বর্তমানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আলী শাহ।