নোটিশ নং- ০২

এতদ্বারা ধোপাপাড়া মেমোরিয়্যাল ডিগ্রী মহাবিদ্যালয়ে ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি ইংষ্কৃত সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬/০৯/২০২৩ ইং হতে ০৫/১০/২০১৩ ইং তারিখ পর্যন্ত অত্র মহাবিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে। নির্ধারিত তারিখের মধ্যে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদান পূর্বক ভর্তির জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

১। ফি সমূহ-

• ভর্তি ফি ১৫০০/=

আবেদন ফরম- 100/=

০২। প্রয়োজনীয় কাগজপত্র –

• কলেজ প্রদত্ত আবেন ফরম • ভর্তি ফি প্রদানের রশিদ:

• এস. এস. সি- এর নম্বর পত্র ( মুল কপি ); এস.এস.সি- এর প্রশংসা পত্র (মূল কপি );

• শিক্ষার্থীর ডিজিটাল জন্ম সনদের ফটোকপি;

– পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র / ডিজিটাল জন্য সনদের ফটোকপি,

– রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ-২ কপি + স্ট্যাম্প সাইজ- ২কপি)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *