কলেজের সার্বিক মান ও অবকাঠামো উন্নয়নের নতুন মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে । আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরও কলেজের সার্বিক মান ও অবকাঠামো উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করছি। অগ্রাধিকার ভিত্তিতে কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় জিমনেশিয়াম এবং ক্যান্টিন চালু করা হবে। চেষ্টা করছি আধুনিক
জিমনেশিয়াম, উন্নত ক্যান্টিন, কলেজের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর জন্য কক্ষের ব্যবস্থা হবে। তবে আমরা চাচ্ছি, এগুলো পরিকল্পনায় চলে আসুক। যেন দেরিতে হলেও এ পরিকল্পনা বাস্তবায়িত হয়। এ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জায়গা অত্র কলেজে রয়েছে। শিক্ষা গবেষণা ও ক্রীড়া ক্ষেত্রে আরও অগ্রগতি সাধন করতে চাই|
আমাদের সুপ্রিম লক্ষ্য হলো অত্র কলেজের সার্বিক মান উন্নয়ণের মাধ্যমে অদূর ভবিষ্যতে কলেজটিকে একটি সরকারি কলেজে পরিণত করা ।