আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রাক্তন অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান
অত্র কলেজের সকল শিক্ষক,কর্মচারী এবং ছাত্র ছাত্রীদের সকাল দশটার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো
আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রাক্তন অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান
অত্র কলেজের সকল শিক্ষক,কর্মচারী এবং ছাত্র ছাত্রীদের সকাল দশটার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো
বাৎসরিক ছুটির তালিকায় মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলোঃ
সরকারী বিধি মোতাবেক বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে প্রাথমিক আবেদন এবং পরবর্তীতে নিশ্চায়ন প্রক্রিয়ায় বোর্ড নিশ্চিত করণের মাধ্যমে বোর্ড – অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ সম্পন্ন হয়। নিশ্চায়ন সম্পন্ন হওয়ার পর উক্ত কলেজে সুযোগ প্রাপ্ত শিক্ষার্থী কলেজ কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট আবদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজ পত্র ও ফি প্রদানের মাধ্যমে উক্ত শিক্ষার্থী কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে। পুরো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয় অত্র কলেজর গঠিত ভর্তি কমিটির মাধ্যমে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও নিয়মাবলী অত্র কলেজের নোটিশ বোর্ড এবং অনলাইনে নিয়মিত প্রদান করা হয়।
এতদ্বারা অত্র মহাবিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আখেরী চাহার সাম্বা (মহানবী (সঃ) এর রোগ মুক্তি দিবস) উপলক্ষে আগামী 13/09/202৩ইং (২৯ শে ভাদ্র ১৪৩০) রোজ বুধবার মহাবিদ্যালয় এক (০১) দিন ছুটি থাকবে।আগামী ১৪/০৯/২০২৩ইং তারিখ হতে অত্র মহাবিদ্যালয়ের ক্লাস যথা নিয়মে আরম্ভ হবে।
এতদ্বারা ধোপাপাড়া মেমোরিয়্যাল ডিগ্রী মহাবিদ্যালয়ে ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি ইংষ্কৃত সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬/০৯/২০২৩ ইং হতে ০৫/১০/২০১৩ ইং তারিখ পর্যন্ত অত্র মহাবিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে। নির্ধারিত তারিখের মধ্যে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদান পূর্বক ভর্তির জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
১। ফি সমূহ-
• ভর্তি ফি ১৫০০/=
আবেদন ফরম- 100/=
০২। প্রয়োজনীয় কাগজপত্র –
• কলেজ প্রদত্ত আবেন ফরম • ভর্তি ফি প্রদানের রশিদ:
• এস. এস. সি- এর নম্বর পত্র ( মুল কপি ); এস.এস.সি- এর প্রশংসা পত্র (মূল কপি );
• শিক্ষার্থীর ডিজিটাল জন্ম সনদের ফটোকপি;
– পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র / ডিজিটাল জন্য সনদের ফটোকপি,
– রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ-২ কপি + স্ট্যাম্প সাইজ- ২কপি)।
এতদ্বারা অত্র মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০৯/২০২৩ ইং রোজ বুধবার (২২ ভাদ্র, ১৪৩০ বাংলা) শুভ জন্মাষ্টমী উপলক্ষে অত্র মহাবিদ্যালয় এক (০১) দিন বন্ধ থাকবে। আগামী ০৭/০৯/২০২৩ ইং তারিখ হতে অত্র মহাবিদ্যালয়ের ক্লাশ যথানিয়মে চলতে থাকবে ।